আপনার সাথে যে সর্ম্পক রেখেছি আপনার কপাল – সুমন কামাল

ভিকা আর সহজ একই সাথে পড়ে। তাদের মধ্যে গভীর সর্ম্পক। গভীর বললে ভুল বলা হবে। সাপ নেউলে সর্ম্পক। দীর্ঘদিন ধরেই সাপ নেউলে সর্ম্পক তাদের ভালোবাসার প্রাণ। একে অপরের প্রতি গভীর টান। টানটা সহজের সবচেয়ে বেশি। ভিকা সবসময় সহজের কাছে জটিল ভাবেই নিজেকে ধরা দিতে অভ্যস্ত। এটা ভিকার একটা অস্ত্রও বটে। ভিকা যত জটিল ভাবে সহজের কাছে থাকবে, সহজ তত তার প্রতি আকৃষ্ট হবে। এই উপলদ্ধি ভিকা খুব ভালো করে জানে এবং এই অস্ত্রও ব্যবহার করে। এতো জটিল ভিকা, দুই বছরের অধিক সময় তাদের মধ্যে গভীর সর্ম্পক থাকার পরেও এবং দুজন একই সাথে লেখাপড়া করলেও সহজকে আপনি বলে সম্মোধণ করে ভিকা। ভিকা নিজেকে ভিকারীনি পরিচয় দিতে অভ্যস্ত।

আর সহজ? দেখতে শ্যাম বর্ণের। নামটি তার সহজ হলেও রাগ আর ইগোতে টুইটম্বুর থাকে। ভিকার সামান্য অবহেলা সহজ সহ্য করতে পারে না। মূহুর্তে ভেঙে পড়ে। কিন্তু মন মানসিকতায় খুব ভালো সহজ। ভিকার প্রতি অতিরিক্ত মায়া ভালোবাসা প্রকাশে ব্যস্ত সহজ। সহজের অতিরিক্ত ভালোবাসা প্রকাশে ভিকা তাকে খুব ভালো করে অবহেলা করতে শিখে গেছে। একজনের জটিলতা এবং আর একজনের অতিরিক্ত ভালোবাসা প্রকাশে ভিকা আর সহজের সর্ম্পক দিন দিন বিস্ফোরণ মুখর হয়ে উঠলো। সর্ম্পক শেষ পরিনতি পাওয়ার বিস্ফোরণ ঘটা শুধু সময়ের অপেক্ষায়।

এলো সেই সময়। দিনটি ছিল বৃহস্পতিবার। কয়েকদিন ধরে দুজনের হোয়াটস অ্যাপে উত্তেজনামূলক ম্যাসেজ দেয়ানেয়া চলছে। কিন্তু উত্তেজনাপূর্ণ ম্যাসেজ চললেও সর্ম্পক শেষ হওয়ার মত অবস্থায় যাবে দুজনের কেউ চিন্তাও করেনি। কারণ, নিজেদের মধ্যে ক্যাঁচাল ঝামেলা ছিল তাদের সর্ম্পকের প্রাণ। সকালে ঝগড়া হলে বিকেলে ঠিক। বিকেলে হলে রাতে আর রাতে হলে সকালে। আর এতেই সহজ কেঁদেকুটে শেষ। কিন্তু তাদের কপাল আর সহায় ছিল না সেদিন। সেদিনের ঝগড়া ব্যক্তিগত আক্রমণে রুপ নেয় এবং দুজন দুজনের কাছ থেকে চিরদিনের মত হারিয়ে যায়।

সকাল থেকেই ভিকার জন্য অপেক্ষায় সহজ। আসি আসি করেও ভিকার খোঁজ নাই। সারাদিন গড়ে রাত নেমে গেছে পৃথিবীতে। কিন্তু ভিকার খবর নাই। প্রেমিকা না আসায় সহজ ভেঙে পড়েছে। রাগ আর অপেক্ষার ক্লান্তি নিয়ে সহজ ভিকাকে হোয়াটস অ্যাপে নক দেয়।
সহজ: সকাল থেকে তোমার অপেক্ষায় আছি ভিকা। কই এলে না তো? তুমি একটা অমানুষ।
ভিকা: বেশি বলছেন। যেটা ঠিক করছেন না।
সহজ: খুব কম বলা হয়েছে। ঠিক বেঠিকের পাল্লা তো সর্বদা তোমার কাছে উল্টো।
ভিকা: নিজেকে আগে দেখেন …. । আপনার সাথে যে সর্ম্পক রেখেছি আপনার কপাল। কখনো বলতে চাইনি।
সহজ: আমার রং নিয়ে খোটা দিলে? আমিতো সব জায়গায় বলেই আমি শ্যামা। কিন্তু তোমার মত অসভ্য অমানুষ নই।
ভিকা: ওকে। সাইট কাঁটেন। ফালতু লোক।