গোবিখবর ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মারুফা বেগম (২১) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার কোচাশহর ইউনিয়নের ফুলপাড়া গ্রাম থেকে সোমবার বিকেলে গলায় ওড়না পেঁচানোর লাশ উদ্ধার করা হয়। মারুফা বেগম ওই গ্রামের ইসরাইল হোসেনের স্ত্রী।
কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ গৃহবধুর লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করেন।