গোবিখবর ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব পেয়েছে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। গোবিন্দগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা মঙ্গলবার (১৫ অক্টোবর) সরকারি কর্মকর্তাদের ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব প্রদান করেন। গোবিন্দগঞ্জ পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত একটি প্রথম শ্রেণির পৌরসভা।
পৌরসভার এক নং ওয়ার্ডে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, দুই ও তিন নং ওয়ার্ডে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, চার নং ওয়ার্ডে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, পাঁচ নং ওয়ার্ডে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জায়েদ জিতি. ছয় ও সাত নং ওয়ার্ডে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল, আট ও নয় নং ওয়ার্ডে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সত্য রনজন সাহা দায়িত্ব পালন করবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ পৌরসভা থেকে জনগণের মাঝে বিভিন্ন সেবা সুষ্ঠুভাবে প্রদানের দায়িত্ব পালন করবেন। তাদের সহযোগিতা করতে গোবিন্দগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে থেকে সংযুক্ত সহায়ক কর্মচারী ও সেবা সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে।