গোবিখবর ডেস্ক: “ছাত্র-জনতার অঙ্গিকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি ঢাকা রংপুর সড়কে হাইওয়ে থানা এলাকা প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কামারদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদ, ফাঁসিতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, ইউপি সদস্য রশিদুল ইসলাম ইরম সহ কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর মহাসড়কে চলাচলকারী গাড়ির ড্রাইভারদের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
 
                         
                         
                         
                         
                         
                         
			
 
			 
			 
			