গোবিন্দগঞ্জে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর সাধারণ সম্পাদক রাজ্জাক

গোবিখবর ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পৌর শহরে অবস্থিত জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিঃ মাইনুর রাব্বী চৌধুরী রুমান। গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাদুয়া এবং জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা সভাপতি সরওয়ার হোসেন শাহিন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি হাসান কবির তোতা, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু, যুগ্ন সম্পাদক এ.কে.এম. নুরুন্নবী সরকার মিঠুল, যুগ্ন দপ্তর সম্পাদক আসাদুজ্জামান শাহীন ও সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে অধ্যক্ষ কাজী মশিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।