গোবিখবর ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে লরি চাপায় ঝর্ণা বেগম (৪৩) নামের এক মহিলা নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন। নিহত আহত সবাই ভ্যানের যাত্রী ছিলেন। সোমবার দুপুরে ঘোড়াঘাট – গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ বাগদা ফার্ম নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানান, বাগদা বাজার থেকে আসা একটি ভ্যানের দুই চাকার মাঝখানে এক্সেল ভেঙে রাস্তার মাঝখানে ৪ জন যাত্রী সিটকে পড়ে। এসময় তেলবাহি চলন্ত লরির চাপায় ঘটনাস্থলেই ঝর্ণা বেগম (৪৩) নামে এক মহিলা নিহত হয়। আহত হয় ভ্যানের অপর তিন যাত্রী। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে প্রেরণ করে। নিহত ঝর্ণা বেগমের উপজেলার দরবস্ত ইউনিয়নের হরিপুর বগুলাগাড়ী গ্রামের আব্বাস আলীর স্ত্রী।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।