গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

গোবিখবর ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও সুবিধাভোগীদর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকল, ক্রীড়া সামগ্রী, শীতবস্ত্র, সেলাইমশিন বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡রে এসব বিতরণ করা হয়। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও সুবিধাভোগীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকল, ক্রীড়া সামগ্রী, শীতবস্ত্র, সেলাইমশিন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল জুয়েল প্রমুখ।