জাতীয় সাংবাদিক সংস্থার বিকাশমান নেতৃত্বে গোবিন্দগঞ্জের সাজু

মোস্তফা কামাল সুমন: জাতীয় সাংবাদিক সংস্থা জাতীয় ভিত্তিক সাংবাদিকদের একটি সংগঠন। চার দশকের বেশি সময় ধরে সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে সংস্থাটি। দেশের অনেক জায়গার মত গাইবান্ধার গোবিন্দগঞ্জেও আছে সংস্থাটির শাখা। আর এই শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সাজাদুর রহমান সাজু। তিনি ক্রমেই সংস্থাটির জাতীয় পর্যায়ে নেতৃত্বে আসছেন । যা স্থানীয় সাংবাদিক সহ দেশের সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে বিশ্বাস রাখা যায়।

সাংবাদিক সাজাদুর রহমান সাজু উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় তিনি। বর্তমানে তিনি দলটির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক পদমর্যাদায় দপ্তরের দায়িত্বে। এছাড়াও তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত। চলতি বছরেই সাজু জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সদস্য মনোনীত হন।

সম্প্রতি ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল সংস্থাটির গাইবান্ধা জেলা সম্মেলন। সম্মেলনে সাংবাদিক সাজাদুর রহমান সাজু জাতীয় সাংবাদিক সংস্থার গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সাথে ১৮ ডিসেম্বরের সংস্থাটির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সাংবাদিক সাজাদুর রহমান সাজুকে সহকারী মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। তাঁর দায়িত্ব প্রাপ্তি গোবিন্দগঞ্জ উপজেলার জন্য একটি আনন্দের খবর।