গোবিখবর ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে রবিবার রাত সাড়ে ৮টার সময় সড়ক দূর্ঘটনায় মেহেদী হাসান রাসেল (২৩) নামের এক যুবক নিহত হয়েছে। উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর কোল্ড স্টোরের এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত রাসেল পৌর এলাকার প্রধানপাড়া মহল্লার দুলা মিয়া প্রধানের ছেলে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক দূর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন এই সড়ক দূর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।
 
                         
                         
                         
                         
                         
                         
			
 
			 
			 
			