মোস্তফা কামাল সুমন: মনে দাগ টানায় শত ব্যস্ততার মাঝেও লিখতে বসলাম। গোবিন্দগঞ্জের উন্নয়ন এবং গোবিন্দগঞ্জের প্রতিনিধিত্ব আমার চিন্তায় সবার আগে। বিএনপির অফিশিয়াল ফেসবুক পোস্টে একটি ভিডিও দেখে এই লেখার সুচনা। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই প্রশিক্ষণে র্ভাচুয়ালী প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ৮ ডিসেম্বর রংপুর শিল্পকলা মিলনাতনে এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। রংপুর বিভাগের প্রতিটি জেলা থেকে জেলা টপ পাঁচ এবং কেন্দ্র নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের অন্যতম দায়িত্বপ্রাপ্ত ছিলেন গোবিন্দগঞ্জের এক কৃতিসন্তান বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। দিনব্যাপী প্রশিক্ষণের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি এর উপর প্রশ্নোত্তরে অংশ নেন। এই প্রশ্ন উত্তরে অংশ নেন ৩২ গাইবান্ধা-৪ আসনের বিএনপি দলীয় সাবেক জাতীয় সংসদ সদস্য গোবিন্দগঞ্জের কৃতিসন্তান মোহাম্মাদ শামীম কায়সার লিংকন। আর এই প্রশ্ন উত্তর ছিল কর্মশালার সবচেয়ে আকর্ষণীয় দিক।
রংপুর বিভাগীয় কর্মশালায় মাত্র ৫ জন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রশ্ন করার সুযোগ পায়। বিভাগের ৮টি জেলার এতো অংশগ্রহণকারীর মাঝে আমার প্রিয় গোবিন্দগঞ্জের একজন ছিল এটাই আসলে আমাদের গর্বের। মঞ্চে গোবিন্দগঞ্জের একজন প্রতিনিধি এবং প্রশ্নোত্তরে গোবিন্দগঞ্জের একজন। সত্যই অসাধারণ। রংপুর বিভাগের সাথে বরিশাল বিভাগও র্ভাচুয়ালী প্রশ্নোত্তরে অংশ নেন তারেক রহমান। প্রশ্নোত্তরের একটা অংশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলতে শোনা যায়, “লিংকন তুমি এক মিনিট সময় নাও”। ভিডিওতে তখন দেখা যায় অনেকেই মাইক্রোফোনে কথা বলছিলো। প্রধান অতিথি তারেক রহমান অন্যদের মনোযোগ সরিয়ে গোবিন্দগঞ্জের প্রতিনিধি মোহাম্মদ শামীম কায়সার লিংকনের দিকে ফেরাতেই বলে উঠেন, “লিংকন, লিংকন তুমি এক মিনিট সময় নাও”। পরে সাবেক সাংসদ লিংকন তাঁর পুরো প্রশ্নই করেন তারেক রহমানকে এবং পরে প্রধান অতিথির পক্ষ থেকে ডাক্তার পাভেল প্রশ্নের জবাব দেন।
এগিয়ে যাক প্রিয় গোবিন্দগঞ্জ। এগিয়ে যাক গোবিন্দগঞ্জের মানুষ। নেতৃত্ব দিক দেশজুড়ে প্রিয় গোবিন্দগঞ্জের কৃতিসন্তানরা।
 
                         
                         
                         
                         
                         
                         
			
 
			 
			 
			