গোবিখবর ডেস্ক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় হাফেজ জাহিদ হাসান নামে এক মসজিদের ইমাম মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে । শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত জাহিদ হাসান (৩০) পাশ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলী ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, নিহত হাফেজ জাহিদ হাসান শুক্রবার সকালে তার শশুর বাড়ী থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল বগুড়ার দিকে যাওয়ার পথে গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথা নামক এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি বিদ্যুৎ এর খাম্বার সাথে ধাক্কা লেগে মাথা ও মুখ থেতলে গিয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত জাহিদ হাসান বগুড়ায় একটি মসজিদে ইমাম দায়িত্ব পালন করতেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
 
                         
                         
                         
                         
                         
                         
			
 
			 
			 
			