গোবিখবর ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন সৈয়দা ইয়াসমিন সুলতানা। সোমবার (৭ অক্টোবর) সকালে তিনি গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
উল্লেখ্য, রবিবার (৬ অক্টোবর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় এর সংস্থাপন শাখার সিনিয়র সহকারী কমিশনার কাজী মোহাম্মদ অনিক ইসলাম স্বাক্ষরিত এই আদেশ জারি করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানকৃত সৈয়দা ইয়াসমিন সুলতানা (১৮১১৭) বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের কর্মকর্তা। তাঁর নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ। সৈয়দা ইয়াসমিন সুলতানা এর আগে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা ও ভিপি সেল) হিসেবে কর্মরত ছিলেন।
 
                         
                         
                         
                         
                         
                         
			
 
			 
			 
			