রক্ত কণা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর রংপুর বিভাগীয় শাখার কমিটি গঠন

গোবিখবর ডেস্ক:  রক্ত কণা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রিয় নির্দেশনা মোতাবেক রংপুর বিভাগীয় শাখার কমিটি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা জানানো হয়। মোহাম্মদ শেখ মুসাকে সভাপতি ইউসুফ সরকার রাকিবকে সাধরণ সম্পাদক ২২ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি রংপুর বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়।

রক্ত কণা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাইবান্ধার গোবিন্দগঞ্জের কৃতিসন্তান স্বাধীন সরকার জানান, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন রক্ত কণা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ। ২০২৩ সালে এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে মানবিক কাজে নিয়োজিত থাকার লক্ষ্যে এই সংগঠনটি যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠানটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, বিনামূলে রক্তদান কর্মসূচি এবং দেশের অসহায় দুঃস্থ গরিব ও মেহনতী মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম করে থাকে বলে তিনি আরও জানান। রংপুর বিভাগের মানুষের সেবায় তরুণদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।