গোবিখবর ডেস্ক: গাইবান্ধা জেলা প্রশাসক মোয়াজ্জেম হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ জুয়েলের কবর জিয়ারত করেন। বৃহস্পতিবার বিকেলে তিনি উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাতি বালুয়া গ্রামের শহীদ জুয়েলের কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদের পিতা মাতার সাথে সৌজন্য সাক্ষাত করে তাদের খোঁজ খবর নেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় জুয়েল গাজীপুরে শহীদ হন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান , থানার অফিসার ইনচার্জ আ. ফ.ম আসাদুজ্জামান শামীম প্রমুখ।
 
                         
                         
                         
                         
                         
                         
			
 
			 
			 
			