মোস্তফা কামাল সুমন: আভিধানিক ভাবেই তাদের রাজকীয় উত্থান। ক্ষমতা ও জনপ্রিয়তায় জনপদের শীর্ষ বটবৃক্ষের নিবিড় ছায়ায় তাদের বেড়ে উঠা। এই সুশীতল ছাড়ায় নিজেদের বিকাশের সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে তাঁরা। সাফল্য যেন তাদের পায়ে নিজেই লুটে পড়ে। বটবৃক্ষেও প্রধান তরুণ তুর্কি তাঁরা দুজন। আগামী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাঁরা। বলছি, উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আলম বুলবুল এবং কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক তৌকির হাসান রচির কথা।
সুদর্শন, স্মার্ট, তুখোড় বক্তা, কর্মীবান্ধব সাহসী নেতা, বিশ^স্ত সহযোগী, নেতৃত্ব মানার অফুরন্ত ক্ষমতার অধিকারী এই দুই তরুণ এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অন্যতম আলোচিত প্রার্থী। তাঁদের নিয়ে রাজনৈতিক আলোচনা এখন সর্বত্র। তাঁরা দুজন আওয়ামী দলীয় মনোনয়ন নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। এক্ষেত্রে তাদের প্রধান প্রতিপক্ষ নিজ দলীয় অভিজ্ঞ কুশিলবরা। কে পাবে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী দলীয় মনোনয়ন। তরুণ তুর্কিরা নাকি রাজনৈতিক অভিজ্ঞরা। এই তীব্র শীতে চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র রাজনৈতিক আলোচনার অন্যতম প্রধান খোড়াক এটা।
প্রাণবন্ত এই তরুণ দুই তুর্কি তাদের সমর্থনের আশায় ছুটে চলছে উপজেলার এপ্রান্ত থেকে অপর প্রান্তে নেতাকর্মী ও সাধারণ জনগণের দোড়গোড়ায়। অভিজ্ঞরাও ছুটছে তাদের নিজেদের বেগে। তরুণ তুর্কি ও অভিজ্ঞ উভয়ই মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। স্থানীয় সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহারকারী তরুণরা এই দুই তুর্কির পক্ষে প্রচারণায় নেমে পড়েছে। সেয়ানায় সেয়ানায় টক্কর চলছে সোশ্যাল মিডিয়ায়। তাঁদের নিয়ে বাঘে সিংহের লড়াইয়ে মেতে উঠেছে স্থানীয় ফেসবুক ব্যবহারকারীরা।
সম্ভবত দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হবে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। যদিও প্রথম দফার তফসিল এখনো ঘোষণা হয়নি। ধারণা করা হচ্ছে আগামী মার্চ থেকেই ধাপে ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের নির্বাচন। সবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই নির্বাচনের রেশ এখনো বর্তমান। এই তরুণ দুই তুর্কি সহ উপজেলায় এখন পর্যন্ত চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে জনসংযোগ করছে এমন ছয় সাত জনের নাম উঠে আসছে। এখন দেখার অপেক্ষায় গোবিন্দগঞ্জবাসী। কার ভাগ্যে জোটে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদের মনোনয়ন।
 
                         
                         
                         
                         
                         
                         
			
 
			 
			 
			