গোবিখবর ডেস্ক: ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বোরবার (৭ জানুয়ারি ) সকাল ৮টা থেকে কোন অপ্রীতিকর ঘটনা বা বাধাহীন ভাবে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। তীব্র শীত ও কুয়াশার কারণে সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়ে গিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ আসনের ১৩৯ ভোট কেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও অধিকাংশ কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল নজরকড়া। কেন্দ্র গুলোতে ভোটাররা শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভাবে ভোটাধিকার প্রয়োগ করে সন্তোষ প্রকার করেন।
নির্বাচন পর্যবেক্ষণের থাকা পর্যবেক্ষক ও অনেক কেন্দ্রের ভোটগ্রহণকারী কর্মকর্তারা অধিকাংশ কেন্দ্রে অধিক সংখ্যক ভোটারের উপস্থিতির তথ্য নিশ্চিত করে জানান, ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করেছে। জাল ভোট কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। এরির্পোট লেখা পর্যন্ত কেন্দ্রে প্রভাব বিস্তার বিষয়ে কোন অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এদিকে, দুপুর ২টার পর স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী একাধিক কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ করে সংবাদ সম্মেলন করলেও তিনি ভোট বর্জনের ঘোষণা করেননি।