অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের শিশুদের পরিবেশনায় মুগ্ধতা

আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে: অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কেন্দ্রের প্রশিক্ষণার্থী শিশুদের বিভিন্ন পরিবেশনায় মুগ্ধ হয়েছেন দর্শক-শ্রোতারা। ১ জানুয়ারি সোমবার গাইবান্ধার স্বনামখ্যাত আবৃত্তি সংগঠন অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলতায়তনে অনুষ্ঠিত হয়। বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বিপুল সংখ্যক দর্শক শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন।

সংগঠনের পরিচালক কবি ও আবৃত্তি শিল্পী দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব সংস্কৃতিজন শাহাদৎ হোসেন সুজা, ক্রীড়া ব্যক্তিত্ব ও পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, সংস্কৃতি অনুরাগী সমাজসেবক নওশের আলম ও সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক সম্পাদক রণজিৎ সরকার, কবি-সাংবাদিক রজতকান্তি বর্মন, প্রকৌশলী রোজাইনা আখতার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাবেয়া বেগম। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সৈয়দ আজহারুল হক লালুর স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন ও অসুস্থ কবি সরোজ দেবের আশু সুস্থতা কামনা করা হয়।

বক্তারা বলেন, অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্র দীর্ঘদিন ধরে গাইবান্ধার আবৃত্তি অঙ্গনে অনেক ভালো আবৃত্তি শিল্পী তৈরি করেছে, যারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত। বক্তারা এই সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে গাইবান্ধার রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন শাহাদৎ হোসেন সুজাকে সম্মাননায় ভূষিত করা হয়। পরে নাচ, গান ও কবিতা আবৃত্তিতে অংশ নেয় সংগঠনের শিশু শিল্পী এনা সরকার, সারা, রূপকথা, সাদ, স্বচ্ছ, ত্রপা, শিফা, আফিয়া, সাদিকা, বর্ণনীল, সুহা, নূরজামিলা, প্রদ্যুৎ, পিমপা, রাফিয়া, তানাজ, লামিয়া, রুজাইনা, সাবিরা, রিজিতিা, অনন্য, নুশাইবা ও বর্ণ। শিশুদের পরিবেশনা দেখে দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে যান। এছাড়াও গান পরিবেশন করেন রণজিৎ সরকার ও আহমেদুল ইসলাম সঞ্জু, তবলায় সহযোগিতা করেন লিটন সরকার। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন পিটু রশিদ এবং আবৃত্তি করেন সংগঠনের পরিচালক কবি আবৃত্তি শিল্পী দেবাশীষ দাশ দেবু। পত্রলেখা দাশ তুনতুন ও জারিন তাসনিম বিপার সাবলিল উপস্থাপনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।