গোবিখবর ডেস্ক:
গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এর উদ্যোগে সর্বপ্রথম জেলার সাংবাদিকদেরসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসক সম্মেলন ২০২৪ এ উপস্থাপন যোগ্য গাইবান্ধা জেলার বিদ্যমান সমস্যা সম্ভাবনা উন্নয়ন ও চাহিদা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারী রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এর সভাপতিত্বে এ আলোচনায় সভায় বক্তব্য রাখেন জেলার সাত উপজেলার সাংবাদিকনেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিগণ, ব্যবসায়ি নেতৃবৃন্দ,স রকারি কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেনী পেশার সংগঠনের প্রতিনিধিগণ। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল আউয়ালের সঞ্চালনায় এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুশান্ত কুমার মাহাতো, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শরিফুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার রাসেল মিয়া, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানসহ জেলার অন্যান্য উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা, জেলার বিদ্যমান সমস্যা সম্ভাবনা উন্নয়ন ও চাহিদা গুলো তুলে ধরেন এবং পিছিয়ে পড়া গাইবান্ধার জীবন ও জনপদের উন্নয়নে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া জেলা প্রশাসকের উদ্যোগে জেলায় প্রথম এমন একটি আলোচনা সভার আয়োজন করায় জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বক্তাগণ।