গোবিখবর ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। ২৮ মে স্বাক্ষরিত গেজেটে চূড়ান্ত ভাবে নির্বাচিত হয়েছে চেয়ারম্যান পদে পৌর এলাকার খলসি মহল্লার মোঃ খলিলুর রহমানের পুত্র মোঃ শাকিল আলম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে পৌর এলাকার কালিকাডোবা মহল্লার ফারাজ উদ্দিন মোল্লার পুত্র মোঃ আব্দুল মতিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে গোবিন্দগঞ্জ বন্দরের বাসিন্দা নীল মনি দাসের স্ত্রী পাপিয়া রানী দাস।
নির্বাচিত জনপ্রতিনিধিগণ অচিরেই শপথ গ্রহণ করবেন।