দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোবিন্দগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ভূমিকা কী

মোস্তফা কামাল সুমন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবীতে আন্দোলনরত। আন্দোলনের অংশ হিসেবে হরতাল, অবরোধ, অবস্থান কর্মসূচী সহ নানামুখী কর্মকান্ড পরিচালনা করছে দলটি। দলটির প্রথম সারি এমনকি মাঝারি মানের কোন নেতা নামে বেনামে নির্বাচনে অংশগ্রহণ করছে না। বিএনপি আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে নানা উথান পতনেও ঐক্যবন্ধ। এমন অবস্থায় আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নিবার্চনে জাতীয় সংসদীয় আসন ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের বিএনপির নেতাকর্মীরা কি অবস্থান নিবে তা নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলাব্যাপী চলছে চুলচেরা বিশ্লেষণ। কোটি টাকার প্রশ্ন হয়ে দেখা দিয়েছে গোবিন্দগঞ্জে বিএনপির নেতাকর্মীর ভূমিকা কি হবে নির্বাচনে। এই চুলচেরা আলোচনার খোরাক জোগাতে এই প্রতিবেদক অনলাইন নিউজ পোর্টাল গোবি খবরের সম্পাদক প্রকাশক মোস্তফা কামাল সুমন জানার চেষ্টা করছে, উপজেলা বিএনপির নেতাকর্মীদের নির্বাচন কেন্দ্রিক প্রকৃত অবস্থান। সর্বশেষ প্রাপ্ত তথ্যের আলোকে গোবি খবরের ভিজিটরদের জন্যে গোবিন্দগঞ্জ বিএনপির অবস্থান তুলে ধরা হলো:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গোদগোড়ায়। সারাদেশে বিএনপি আন্দোলনরত। গোবিন্দগঞ্জ বিএনপিও আন্দোলনরত। হাজার হাজার নেতাকর্মী কারাগারে। লাখ লাখ নেতাকর্মী ঘর ছাড়া। এরই মাঝে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে কি হবে বিএনপির অবস্থান? কি করবে বিএনপির নেতাকর্মীরা ও সমর্থকরা। এবিষয়ে কেন্দ্রিয় বিএনপি থেকে নির্বাচন কেন্দ্রিক অবস্থান দেশের সর্বস্তরের নেতাকর্মীদের বহু আগেই জানিয়ে দেওয়া হয়েছে। সেই অবস্থানের আলোকেই অনুষ্ঠিত হচ্ছে আন্দোলন। আন্দোলন আশারুপ ফল লাভ করতে না পারলেও নেতাকর্মীরা সক্রিয় সেই আন্দোলনের সাথে। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক বিএনপির অবস্থান স্পষ্ট। তারা কোন ভাবেই এই নির্বাচন মেনে নিবে না এবং নির্বাচনে অংশ গ্রহণ করে ৭ জানুয়ারির ডামি নির্বাচনকে বৈধতা দিবে না।

এবার আসা যাক, গাইবান্ধার গোবিন্দগঞ্জ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের অবস্থান বিষয়ে। উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে কেন্দ্রিয় নির্দেশনা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রিয় নির্দেশনার বাহিরে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাবে না বলেই গোবিন্দগঞ্জ বিএনপির নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। এই সূত্রের বরাত জানা যায়, কেন্দ্রিয় বিএনপির সিদ্ধান্তের বাহিরে যাওয়ার কোন সুযোগ নাই। কেউ এই সিদ্ধান্ত অমান্য করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও এই সূত্র মনে করে, বহু ত্যাগের পরেও গোবিন্দগঞ্জ বিএনপির নেতাকর্মীরা দল ছেড়ে যায়নি। এখন শেষ সময়ে এসে দলীয় সিদ্ধান্তের বাহিরে যাওয়ার একদম সুযোগ নাই বলেও তারা মনে করেন।

গোবিন্দগঞ্জে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে সক্রিয়তা নিয়ে যে আলোচনা চলছে তা অমূলক বলে উড়িয় দেন গোবিন্দগঞ্জ বিএনপির একাধিক নীতিনির্ধারক। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, স্থানীয় বিএনপির ইমেজ সংকট তৈরির লক্ষ্যে পরিকল্পিত ভাবে এই অপপ্রচারণা চালানো হচ্ছে। তারা নিশ্চিত করেছে, বিএনপি ও অঙ্গ সংগঠনের কোন স্তরের নেতাকর্মী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সক্রিয় নয়। পুরোটা বানোয়াট ও মনগড়া তথ্য পরিবেশন এবং উপস্থাপন করা হচ্ছে।