নেতাকর্মীদের সংশয়েও গোবিন্দগঞ্জে এগিয়ে নৌকা

মোস্তফা কামাল সুমন: সংশয়ে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসন ঘিরে এই সংশয় তাদের। দলীয় নির্বাচন নাকি উম্মুক্ত নির্বাচন। কোনটা তারা বিবেচনা করবে সেটা নিয়ে তাদের মাঝে এখনো সংশয় আছে। আছে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী, আছে বর্তমান দলীয় সাংসদ স্বতন্ত্র প্রার্থী এবং মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী। ত্রিমুখী অবস্থানের কারণে মূলত গোবিন্দগঞ্জ আসনে এই সংশয়ের সৃষ্টি হয়েছে। এতো সংশয়েও গোবিন্দগঞ্জ আসনে এগিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী।

জানা যায়, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে বন্ধপরিকর। গ্রহণযোগ্য নির্বাচনের পূর্ব শর্ত উৎসবমূখর পরিবেশে নির্বাচন। পূর্বের ন্যায় কেউ যাতে নির্বাচন না করে একতরফা ভাবে জয়ী না হয় সেই জন্য ডামি প্রার্থীর কথা বলা হয়েছে। ডামি প্রার্থী বলতে মূলত বোঝানো হয়েছে নির্বাচনে অংশ নিলেও জয়ী হবে না এমন প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগ সারাদেশে দলীয় প্রার্থী দিয়েছে। যাদের মাঝে নৌকা প্রতীকও বরাদ্দ দেওয়া হয়েছে। কিছু আসন মহাজোটের শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে। জাতীয় পার্টির সাথেও আসন সমঝোতা হয়েছে। জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া আসনে নৌকা প্রতীকের প্রার্থী নাই। মূলত আওয়ামী লীগ মহাজোটকে সাথে নিয়ে দলীয় ভাবেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করছে। ডামি প্রার্থী শুধুমাত্র সেখানে প্রয়োজন যেখানে শুধু নৌকা কিংবা আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসন।

জাতীয় সংসদীয় আসন ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ দলীয় ভাবেই নির্বাচন করছে। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী থাকায় এখানে ডামি প্রার্থীর প্রয়োজনতা কম। ডামি প্রাথী শুধুমাত্র যেখানেই প্রয়োজনে সেখানে শুধু নৌকা কিংবা আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসন। ডামি প্রার্থী গোবিন্দগঞ্জ আসনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ, গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী থাকায় একতরফা ভাবে জয়ী হওয়ার সম্ভাবনা শুন্য।

নেতাকর্মীরা সংশয় থাকলেও ভোটের মাঠে প্রতিদিন জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছে নৌকা মার্কার প্রার্থী। স্বাধীনতা ও আওয়ামী লীগের মার্কা নৌকা হওয়ায় বিপুল সংখ্যক ভোটারের আস্থার নাম নৌকা। সাথে সর্বমহলে ব্যক্তিগত ইমেজ খুব ভালো আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর। উভয় মিলে গোবিন্দগঞ্জে এগিয়ে চলছে নৌকা প্রতীকের প্রার্থীর গ্রহণযোগ্যতা।